Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেনারেল সার্টিফিকেট শাখা
বিস্তারিত

সরকারি পাওনা আদায়ের জন্য সরকারি পাওনা আদায় আইন, ১৯১৩ এর আওতায় দায়েরকৃত মামলা সমূহ পরিচালনা করা হয়।



নাগরিক সেবা

১। ন্যায় বিচার নিশ্চিৎকরণ।

২। আদালত কর্তৃক কোন প্রকার আর্থিক ক্ষতিগ্রস্থ না করে বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়।

৩। সময়মত ও নিয়মিত আদালত পরিচালনার মাধ্যমে সেবাগ্রহীতাগণের সময়ের অপচয় হতে বাচানো হয়।


চলতি প্রকল্পসমূহ

কোন প্রকল্প নেই।


কার্যক্রম

১। সরকারি অর্থ আদায়

২।  জেনারেল সার্টিফিকেট মামলাসহ অন্যান্য দাবি আদায় মামলা সঠিকভা্বে পরিচালনা করা।

৩।  জেনারেল সার্টিফিকেট মামলার মাসিক প্রতিবেদন মাসের ৭ তারিখের মধ্যে বিভাগীয় কমিশনার মহোদয়, রাজশাহী বিভাগ, রাজশাহী বরাবর  প্রেরণ।

৪। আরডিডিবি মামলাসমূহের মাসিক প্রতিবেদন মাসের ৭ তারিখের মধ্যে বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী বরাবর  প্রেরণ।

৫। জেনারেল সার্টিফিকেট মামলাসমূহের প্রতিদিনের ডাইরি করা হয়।

৬। দাপ্তরিক কাজ।


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয় (৩য় তলা), বগুড়া, শাখা কক্ষ নং-৩০১, জেনারেল সার্টিফিকেট অফিসার কক্ষ নং-৩০২ । ফোন : ০২৫৮৯৯০০০৫৬ ই-মেইল : gcobogura@mopa.gov.bd, ই-মেইল : dcbogra.gc@gmail.com


অন্যান্য

0


ছবি
www.bogra.gov.bd/dcoffice_section/d4779ce7_1ab2_11e7_8120_286ed488c766/GCO-1.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা